,

হবিগঞ্জে নানা রঙের বাহারী বাতির ঝলকানো আলো আর ভূঁড়ি ভোজের মধ্য দিয়ে মেরী ক্রীষ্টমাস-ডে পালিত

রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ প্রতিবছরের মতো এবারও নানা রঙের বাহারী বাতির ঝলকানো আলো, চোঁখ ধাঁধানো কেক, ব্যতিক্রমী ভূঁড়ি ভোজ আর হৃদয় ছোঁয়া  মনমুদ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল সোমবার হবিগঞ্জে পালিত হলো খৃষ্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব ‘মেরী ক্রিষ্টমাস-২০১৭’ (বড় দিন)। এ উপলক্ষে হবিগঞ্জ শহরের পি,টি,টি আই সড়কস্থ সংশ্লিষ্ট সম্প্রদায়ভূক্ত মিলনায়তনে ড. জন সরকারের সভাপতিত্বে এবং মাইকেল সরকার বিজয়ের সঞ্চালনায় আয়োজিত এক বিশাল আনন্দ-উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ (সদর-লাখাই)-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা বারের সভাপতি এডভোকেট আফিল উদ্দিন ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জিপি ভিপি ল্যান্ড ট্রাইবুনালের জিপি এডভোকেট মোছাব্বির বকুল, জাসদ নেতা এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফী, বিশিস্ট আইনজীবি এডভোকেট স্বরাজ বিশ্বাস, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, আওয়ামীলীগ নেতা এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, দৈনিক জনকন্ঠের সংবাদদাতা ও হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন প্রমুখ। এদিকে এই আনন্দ-উৎসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন, প্রতিবছরের মতো এমন অনন্দ-উৎসব আয়োজন করে হবিগঞ্জে খৃষ্টান সম্প্রদায় সকল ধর্মের মানুষকে একত্রিত করার মধ্য দিয়ে ব্যতিক্রমী এক মহা মিলনমেলার সুযোগ সৃষ্টি করে দেয়। যা অন্যান্য সম্প্রদায়ের মানুষ এখন পর্যন্ত করতে পারেনি। হবিগঞ্জের ইতিহাসে তা অনন্য দৃষ্টান্ত হিসাবে স্থান করে নেবে। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাহির আগত অন্যান্য অতিথিদেরকে সাথে নিয়ে একটি বিশাল আকৃতির কেক কেটে সংশ্লিস্ট সম্প্রদায়ের মেরী ক্রীস্টমাস ডে ’র শুভ সুচনা করলে উপস্থিত শত শত নারী-পুরুষ আর শিশুদের করতালিতে অনুষ্ঠান প্রাঙ্গন হয়ে উঠে প্রানবন্ত এক আনন্দের হুলিখেলা। পরবর্তীতে সংশ্লিস্ট সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত কাচ্চি বিরানী আর বোরহানী সহ নানা সুস্বাদু বাহারী খাবারের ভুঁিড় ভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিগণ।


     এই বিভাগের আরো খবর