,

SAMSUNG CSC

রাস্তা-ঘাট ও কালভার্ট উন্নয়নে ৪ বছরে ২শ ২২ কোটি টাকা বরাদ্দ এনেছিসুন্দ্রাটিকি ও কাইতগাওয়ে বিদ্যুতায়নে এমপি মুনিম বাবু

 স্টাফ রিপোর্টার ॥ বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু বলেছেন, গত ৪ বছরে দুটি উপজেলার রাস্তা-ঘাট ও কালভার্ট উন্নয়নে সরকারের কাছ থেকে ২শ ২২ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। সরকার টাকা দেয় জনগণের কাছে পৌছে দেয়ার জন্য, তাই গ্রামে গ্রামে ঘুরে অনুদান দিচ্ছি। বিদ্যুতের আলো দিয়ে গ্রাম অঞ্চল আলোকিত করছি। তিনি আরও বলেন, সংসদ সদস্য ছাড়া কোটি টাকা বরাদ্দ পাওয়া সম্ভব না। কোটি টাকা বরাদ্দ পেতে হলে সংসদে যেতে হবে। টি আর এবং কাবিখা পেয়ে বড় বড় আওয়াজ দেয়া যায় কিন্তু বড় বড় রাস্তা-ঘাট নির্মাণ করা যায় না। সরকার সংসদ সদস্য ছাড়া অন্য কাউকে বড় অনুদান প্রদান করেন না। সবাইকে সোচ্চার হতে হবে একটি কুচক্রি মহল উন্নয়নের বাধা দেয়া চেষ্টা করছে। আর নিজে উন্নয়ন করছে বলে সবাইকে বলে বেড়াচ্ছে। নিজের বাড়ির রাস্তা পাকা করার ক্ষমতা নাই তিনি বলছেন জনগনের রাস্তা পাকা করে দিবেন। এটা কাকতালীয় ও হাস্যকর। কিছু দিনের মধ্যেই বাহুবলের ঘরে ঘরে বিদ্যুত পৌছে যাবে। আগামীতে বিদ্যুত দেয়ার মতো কোন ঘর খুজে পাওয়া যাবে না। তিনি গতকাল শনিবার দুপুরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ভাদ্বেশর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আমির উল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব সংহতির আহবায়ক আব্দুল মমিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সভাপতি শফি আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির এজিএম মোহাম্মদ সামিউল আশরাফ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হাজী ডাঃ এমদাদুল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুক আহমেদ, উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ আব্দুল হাই, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদ, স্থানীয় ইউপি সদস্য নাসিম উদ্দিন, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক আলী মর্তুজা সাজু প্রমূখ। এর পর বিকেলে এমপি এমএ মুনিম চৌধুরী বাবু  নেতাকর্মীদের সাথে নিয়ে একই উপজেলার কাইতগাও গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।


     এই বিভাগের আরো খবর