,

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক জেনারেল এম এ রব-এর ৯৯তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার \ মহান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল (অবঃ) এম এ রব-এর ৯৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সভা, জীবনী আলোচনা, কেক কাটা, কুইজ প্রতিযোগিতা ও দেশাত্মবোধক গানের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করে মেজর জেনারেল এম এ রব গবেষণা পরিষদ, হবিগঞ্জ। এ উপলক্ষে গত সোমবার দুপুর আড়াইটায় এম এ রব স্মৃতি যাদুঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এম এ রব গবেষণা পরিষদের সহ-সভাপতি আব্দুল মোতালিব মমরাজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ইয়াছিন আরাফাত রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রবীণ হিতৈষি সংঘের সভাপতি শরীফ উল­াহ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল, বাণিজ্য মন্ত্রনালয়ের প্রধান হিসাবরণ কর্মকর্তা আব্দুল হক এবং উক্ত সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম মেম্বার। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি শাহ কিম্মত আলী, প্রভাষক জালাল উদ্দিন রুমী, কবি সাইফুর রহমান কায়েস ও কবি মনসুর আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  আব্দুল আলিম, এটিএন এর জেলা প্রতিনিধি আব্দুল হালীম, মাস্টার এম এ ওয়াহিদ, কামাল আহমেদ, মোঃ কামরুজ্জামান প্রমুখ। উপস্থিত আলোচনা সভা সঞ্চালনা করেন এম এম গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ। সভার শুরতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল হাই এবং গীতা পাঠ করেন দীপু সরকার। আলোচনা সভার পরে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিশু শিল্পী তুর্য্য ভট্টাচার্য্য।


     এই বিভাগের আরো খবর