,

নবীগঞ্জে ঝাঁকঝমক পরিবেশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অত্যান্ত ঝাকঝমক ও আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের  আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হয়। পরে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। মেলায় শত শত জনসাধারন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে। মেলায় মোট সকল দপ্তরের ৪২টি স্টলে সেবা প্রদান করেন সংশ্লিষ্টরা। আলোচনা সভায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আশিক মিয়া, আবু সাঈদ এওলা মিয়া, আবু সিদ্দিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লোকমান খাঁন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল,  দৈনিক বিবিয়ানার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। এছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে সারাদেশের ন্যায় একযোগে নবীগঞ্জেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগ, দপ্তর/সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক স্টল বসিয়ে বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয়। এছাড়া ১৩টি ইউনিয়নের এবং পৌরসভার আদালা স্টল রয়েছে। আরো বিভিন্ন সেবা প্রদান করা হবে।


     এই বিভাগের আরো খবর