,

নবীগঞ্জে এলজিইডির রাস্তার গাছ কর্তনকারীদের দৌড়ঝাঁপ ॥ প্রথম দফায় সার্ভেয়ার ঘটনাস্থল না চেনায় দ্বিতীয় দয়ায় আজ আবারো তদন্ত

সুমন আলী খান ॥ নবীগঞ্জ উপজেলায় এলজিইডির রাস্তার পার্শ্বে রোপনকৃত গাছ প্রভাব খাটিয়ে কেটে ফেলার ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হওয়ায় বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছে  গাছ কর্তনকারীগন। বিষয়টি নবীগঞ্জ উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গণি ওসমানীর দৃষ্টি গোচর হলে তাৎক্ষনিক ভাবে তিনি সংশ্লিষ্টদের তদারকি করতে নির্দেশ দেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার সরজমিনে সার্ভেয়ারকে ঘটনাস্থলে গিয়ে ওই ভুমির পরিসীমানা যাছাই-বাছাই করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গণি ওসমান। কিন্তু অভিযোগ উঠেছে সার্ভেয়ারকে গাছ কর্তনকারী মনসুর ছল-চাতুরী করে অন্য স্থানের গাছ কর্তনের ঘটনা দেখিয়ে রফা দফার মাধ্যমে ফাঁয়দা হাসিলে লিপ্ত রয়েছে এবং সার্ভেয়ার মোঃ অলিউল্লাহ মৌখিকভাবে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গণি ওসমানীকে জানিয়েছেন যে গাছগুলি তাদের নিজস্ব জমিতে হওয়ার সম্ভবনা রয়েছে। ওই তদন্তের রিপোর্ট সম্পর্কে সহকারী কমিশনার ভুমি আতাউল গণি ওসমানীর কাছে অভিযোগ আসলে তিনি দ্বিতীয় দফায় আজ সোমবার সার্ভেয়ার মোঃ অলিউল্লাহ প্রকৃত ঘটনাস্থল গিয়ে দেখে ও যাছাই-বাছাই করে লিখিত প্রতিবেদন দেয়ার নিদের্শ দিয়েছেন। সুত্রে প্রকাশ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও বাজার হতে দুর্গাপুর রাস্তার বনকাদিপুর নামক স্থানে এলজিইডি সড়কের পার্শ্বের গাছ ওই ইউনিয়নের বনকাদিপুর গ্রামের মাওলানা জিলুর রহমানের পুত্র  দীঘলবাক ইউনিয়ন কার্যালয়ের উদ্যোক্তা মোঃ মনসুর আহমেদ প্রভাব খাটিয়ে বড় আকারের ৩টি (একটি বেলজিয়াম, দুটি রেনটি) গাছ কেটে ফেলে। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও তার বিরুদ্ধে কেহ মুখ খুলে কথা বলার সাহস রাখেননি। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতাউল গনি ওসমানীর সাথে জানতে চাইলে তিনি বলেন, এলজিইডির সড়কের পার্শ্বের রোপনকৃত গাছ যারা কেটেছে তারা অপরাধ করেছে। অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পত্রিকায় সংবাদটি প্রকাশের পর তাঁর দৃষ্টি গোচর হয়েছে এবং তিনি গত বৃহস্পতিবার ঘটনাস্থলে সার্ভেয়ারকে তদর্ন্ত করে দেখার আদেশ দেন। প্রথম দফায় প্রকৃত স্পট চিহ্নিত না হওয়ায় আজ সোমবার সকাল ১১ থেকে ১২টার মধ্যে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার ঘটনা স্থলে যাবেন বলে তিনি জানান।


     এই বিভাগের আরো খবর