,

হবিগঞ্জের প্রবীণ শিক্ষক মুসলিম খানের ইন্তোকাল

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রবীণ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুসলিম খান ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি
ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জে কে এন্ড এইচ কে হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, মুসলিম খান জে কে এন্ড এইচ কে হাই স্কুলে ১২ বছর সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চুনারুঘাটের মিরাশি উচ্চ বিদ্যালয় ও হবিগঞ্জ সদর উপজেলার শুকড়ী পাড়া উচ্চ বিদ্যালয়ে  সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষকদের বিভিন্ন আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দীর্ঘদিন মাধ্যমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শুকড়ি পাড়া উচ্চ বিদ্যালয়ে মরহুমের ১ম জানাজার নামাজ এবং সকাল ১১টায় জে কে এন্ড এইচকে হাই স্কুলে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে শায়েস্তানগর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। শোক ঃ প্রবীণ শিক্ষক মুসলিম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সভাপতি কাজী কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বাশিস সভাপতি রোকেয়া খানম, সচিব মোঃ শাহজাহান কবির, প্রাক্তণ ছাত্র মোঃ নূরুল হক কবির, মোঃ জসিম উদ্দিন, মাহবুব সাদিক উজ্জল। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানানো হয়।


     এই বিভাগের আরো খবর