,

হবিগঞ্জে গোলাপ মিয়া’র বিরুদ্ধে ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের মাষ্টার কোর্য়াটার এলাকার বাসিন্দা হাজি আব্দুন নুরের পুত্র এখলাছুর রহমান ওরফে গোলাপ মিয়া (৪০) এর বিরুদ্ধে ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলা দায়ের হয়েছে। চুনারুঘাট উপজেলার সুলতানপুর গ্রামের মৃত রমিজ উল্লার পুত্র আইনজীবি সহকারি শাহরাজ মিয়া ও সদর উপজেলার তেঘরিয়া গ্রামের ইউছুব আলীর পুত্র আনু মিয়া বাদি হয়ে তার বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেন। সম্প্রতি হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে মামলা দুইটি দায়ের করা হয়। বিচারক মামলা আমলে নিয়ে আসামী গোলাপ মিয়ার বিরুদ্ধে সমন ইস্যু করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মে উত্তরা ব্যাংকের ব্ল্যাংক চেক দিয়ে আনু মিয়ার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। একই কায়দায় আইনজীবি সহকারি শাহরাজ মিয়ার কাছ থেকে ওই বছরের ৬ সেপ্টেম্বর ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু ব্যাংকে গিয়ে তারা দেখেন টাকা নেই। ফলে চেক দুইটি ডিজঅনার হয় এবং তারা বাদি হয়ে পৃথক মামলা করেন।


     এই বিভাগের আরো খবর