,

ফসল রক্ষা বাঁধে অনিয়ম হলে সহ্য করা হবে না -হবিগঞ্জের ডিসি

বানিয়াচং প্রতিনিধি ॥ ফসল রক্ষা বাঁধ মেরামতে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। এ বাঁধের সাথে কৃষি ও কৃষকের স্বার্থ জড়িত। গত বছর অত্রাঞ্চালে বন্যায় কৃষককূল মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বানিয়াচং উপজেলার জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সুধী সমাজ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আসাদুজ্জামান’র সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, তানিয়া খানম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আবুল কাশেম চৌধুরী, শেখ সামছুল হক, আব্দুল কদ্দুস শামীম, হাবিবুর রহমান, মধু মিয়া তালুকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মাওঃ আতাউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম প্রমূখ।


     এই বিভাগের আরো খবর