,

‘নবীগঞ্জে মেম্বারের বিরুদ্ধে সরকারী ভূমি দখল প্রকল্প ও রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদের প্রতিবাদ

গত ১৮ এপ্রিল রোজ বৃহস্পতিবার দৈনিক হবিগঞ্জ সময় ও দৈনিক প্রভাকর পত্রিকায় নবীগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী ভূমি দখল, প্রকল্প ও রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে, উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের ইউপি সদস্য মিজানুর রহমান গুমগুমিয়া মৌজাস্থ সরকার বাহাদুরের খাস খতিয়ানের ৩৮৭০ দাগের ভূমি দখল করে গৃহনির্মাণ করে প্রতিমাসে পাচঁ হাজার টাকা ভাড়া আদায় করছেন। সরকারের দুটি প্রকল্প গুমগুমিয়া জামিনি সড়কের মাটি ভরাটের কাজ ওই গ্রামের হেলাল মিয়ার জমি হতে আব্দুল মুকিতের জমি পর্যন্ত রাস্তার মাটি ভরাট ও গ্রামের উত্তর জামে মসজিদ হতে নুরুল হক মিয়ার বাড়ী পর্যন্ত রাস্তায় মাটি ভরাট এবং সৌর বিদ্যুত প্রকল্পের দুই লক্ষ সাতান্নব্বই হাজার টাকার কাজ না করে আত্মসাত করা হয়েছে মর্মে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কাল্পনিক বটে। সমাজে আমার মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে আমার গ্রামের তছর মিয়ার পুত্র মোঃ মুস্তাহিদ মিয়া একটি কুচক্রি মহলের ইন্ধনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকৃত ঘটনা হল গ্রামের তছর মিয়ার পুত্র মোঃ মুস্তাহিদ মিয়ার বিরুদ্ধে গত ১২ এপ্রিল সরকারী খাল ও নৌ চলাচলের রাস্তা বন্ধ করে ফিসারীজ খনন করার বিরুদ্ধে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর এলাকাবাসীর পক্ষে জনগণের স্বার্থে একখানা অভিযোগ দায়ের করি। যাতে করে আমার এলাকার সরকারী খাল ও খাস ভূমিতে ফিসারীজ করতে না পারে। পরে ওই অভিযোগের প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে উপজেলা সহকারী কমিশনার অফিসের সার্ভেয়ার অলি উল্লাহ সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সরকারী ভূমিতে একসাইডে লাল নিশান টাঙ্গীয়ে আসেন এবং অন্য সাইডের জায়গা নিধারণ না করতে পেরে চলে আসেন। এছাড়া দুইটি প্রকল্পের যে রাস্তাগুলি উল্লেখ করা হয়েছে ওই রাস্তাগুলির সম্পূর্ন কাজ সঠিকভাবে সম্পন্ন করা হয়েছে, এমনকি রাস্তার কাজ সম্পাদনের পর নবীগঞ্জ উপজেলার সাবেক নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে সাথে নিয়ে সরজমিনে গিয়ে কাজগুলি পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও ৭টি সৌর বিদ্যুত এলাকার লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে। সত্য ঘটানাকে ধামাচাপা দিতে একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপ:প্রচার করছে আমি ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
মোঃ মিজানুর রহমান
সদস্য ১নং ওয়ার্ড
৭নং করগাঁও ইউপি, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর