,

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে নবীগঞ্জ সিএনজি স্টেন্ড সংলগ্ন লড়-বড়ে বাঁশের শাখোটির বেহাল দশা

জসিম তালুকদার, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ-হবিগঞ্জ রোডে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজি স্টেন্ড সংলগ্ন শাখা ভরাক নদীর উপর  নবীগঞ্জ পৌর এলাকা আনমনু যাতাওয়াতের জন্যে নির্মিত বাঁশের শাখোটি চলা-চলের একেবারেই অনুপযোগী হয়ে পরেছে। নবীগঞ্জ পৌর এলাকা আনমুন যাওয়ার একমাত্র সড়ক এটি। গ্রামের প্রায় জনসাধারণের চলা-চলের রাস্তা এটি কিন্তু ঐ শাখা-বরাক নদীর উপর পাকা কোনো ব্রীজ না থাকায় লড়-বড়ে একটি বাঁশের সাকোর উপর ভরসা করেই এতদিন চলছিল নবীগঞ্জ পৌরসভার সাধারণ মানুষ। নির্বাচনী প্রচারণায় ইসতেহার দেওয়া জন-প্রতিনিধিরা আজও এই ব্রীজটির কোন খোজ খবর রাখছেন না। অথছ নবীগঞ্জ-হবিগঞ্জ চলা-চলের সময় প্রায় জন-সাধারন ও জন-প্রতিনিধিদের চোখে এই ভাঙ্গা সাখোটি ধরা পরে। কিন্তু কার খবর কে রাখে। যার ফলে ঐ গ্রামের জন-সাধারণদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উলে­খ থাকা জরুরী গুরুত্বপূর্ণ এই সড়কে পাকা একটি ব্রীজ না থাকায় ওই এলাকার সাধারণ মানুষ হাসপাতালে ইমার্জেন্সী কোনো রোগী নিয়ে যেতে, পড়তে হয় চরম বিপাকে। এবং বাঁশের সাকোটি লড়-বড়ে ও ভাঙ্গা থাকায় ঐ গ্রামের লোকদের চলা-চলের সমস্যা হচ্ছে। এলাকাবাসী তাদের চলা-চলের দুর্ভোগ লাগবে স্থানীয় জন-প্রতিনিধিদের এই ভাঙ্গা শাখোটির দিকে একটু নজর দেওয়ার জোর দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর