,

নবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে মেডিকা হসপিটালের উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ মেডিকা হসপিটালের উদ্বোধনের মধ্য দিয়ে নবীগঞ্জবাসীর বহুল প্রত্যাশিত দীর্ঘদিনের আশার প্রতিফলন ঘঠলো। গতকাল সোমবার শহরতলীর শেরপুর রোডস্থ বাংলা টাউনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে বহুশয্যা বিশিষ্ট অত্যাধুনিক মেডিকা হসপিটালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকা হসপিটালের চেয়ারম্যান এহতেশামুল হক শামীমের সভাপতিত্বে ও এমডি শেখ শাহানুর আলম ছানু ও ডাইরেক্টর আবুল কালাম মিটুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, উপ-পরিচালক স্বাস্থ বিভাগ (প্রাক্তণ) ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ও প্রাক্তন সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি হবিগঞ্জ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রথিন্দ্র চন্দ্র দেব, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জেলা পরিষদের সদস্য এড. সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু।

DSCN0237

এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ ইমরান আহমেদ, ডাঃ সৈকত, ডাঃ হাসান, ডাঃ আজিজুর রহমান, মেডিকা হসপিটালের ভাইস চেয়ারম্যান কবি আফতাব আল মাহমুদ, ব্যারিষ্টার মাহদি জামান, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও কাউন্সিলর আলাউদ্দিন, রাণীগঞ্জ কলেজের অধ্যক্ষ সাংবাদিক আলাউর রহমান ঠাকুর, বানিয়াচং উপজেলার বরইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাউন্সিলর মোঃ কবির মিয়া, সাবেক কাউন্সিলর রুহুল আমিন রফু, রিজভী আহমেদ খালেদ, দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, কাজী মাওঃ হাসান আলী, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক শাহ সুলতান আহমেদ, সাংবাদিক আব্দুর রক্বীব হক্কানী, অলিউর রহমান অলি, লাইফ কেয়ার ডাইগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের এমডি ও বৃন্দাবন সরকারী কলেজের সাবেক এজিএস আলহাজ্ব মকছুদ আলী জয়ধর, রাব্বি আহমেদ মাক্কু, নবীগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি ফয়ছল তালুকদার, মাওঃ জুবায়ের আহমেদ চৌধুরী, নবীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম, আব্দুল হালিম, বিশিষ্ঠ শিল্পপতি মাস্টার বিক্স এর স্বত্ত্বাধিকারী মাস্টার সিরাজুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী ফারুক মিয়া, মেডিকা হসপিটালের পরিচালক নাজির আহমেদ চৌধুরী, মোস্তফা  আল হাদী, নুরুল হাদী বানী, হেলেনা বেগম চৌধুরী। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির, সুহেল আহমেদ, জামাল আহমেদ, ওয়াহিদুজ্জামান জুয়েল, করিম চৌধুরী, শিপন চৌধুরী, ডিড রাইটার আব্দুর রকিব শিপন, অসিম বণিক, হরিপদ দাশ, বিশিষ্ঠ মুরুব্বি সাদির উল্লাহ, আব্দুল হাসিম, লেবু মিয়া, ঝুনু মিয়া, হাজী আব্দুল মান্নান, রমাপদ রায়, সাংবাদিক জসিম তালুকদার, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, মোঃ সুমন আলী খাঁন, এস এম আমির হামজা, এনটিভি ক্যামেরা পার্সন মনির আহমেদ,  আহানুর আহমেদ, আতা মিয়া, জিতু মিয়া সেন্টু, শাহ রুহেল আহমেদ, ফজল মিয়া, আখলিছ মিয়া, ফুয়াদ হাসান রাজন, মোশাহিদ আহমেদ, হুমাউন কবির মুরাদ, তাহের চৌধুরী, কাজির বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, আশরাফুল ইসলাম, মিটন আহমেদ, সদর মিয়া, ইসারাইল আহমেদ রাজাসহ আরোও অনেকেই।


     এই বিভাগের আরো খবর