,

মুসলিম কাউন্সিল অব বৃটেনকে উগ্রমৌলবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করলেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ

মতিয়ার চৌধুরী, লন্ডন থেকে ॥ মুসলিম  কাউন্সিল অব ব্রটেনকে (এমসিবি)একটি উগ্র মৌলবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করলেন নবনিযুক্ত ফরেন সেক্রেটারী সাজিদ মালিক। কনজারভেটিভ দলের ভেতর মুসলিম বিদ্ধেস রয়েছে সংগঠনটির এমন মন্তব্যের জবাবে ফরেন সেক্রেটারী এমসিবিকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করলেন। কনজারভেটিভ পার্টির ভেতরে ইসলাম বিদ্বেষ নেই বলে দাবী করেছেন পাকিস্তানী বংশদ্ভোত ব্রিটিশ হোম সেক্রেটারী সাজিদ জাভিদ। তিনি বলেন কনজারভেটিভ পার্টির অভ্যন্তরে মুসলিম বিদ্ধেস থাকলে আমি সাজিদ জাভিদ হোম সেক্রেটারী হতে পারতামনা। মুসলিম কাউন্সিল অব বৃটেন (এমসিবি) বিৃটিশ মুসলিম কমউনিটির প্রতিনিধিত্ব করেনা, সুতরাং তাদের এজাতীয় মন্তব্য আমলে নেবার কোন যৌক্তিকতা নেই। তিনি বলেন মুসলিম কাউন্সিল অব বৃটেন একটি  উগ্র মৌলবাদী সংগঠন তাদের ভেতর উগ্রতা রয়েছে। কনজারভেটিভ দলের ভেতর মুসলিম বিদ্ধেস রয়েছে বলে মুসলিম কাউন্সিল অব বৃটেনের মন্তব্যের জবাবে তিনি মুসলিম কাউন্সিল অব বৃটেনকে উগ্রমৌলবাদী হিসেবে চিহ্নিত করলেন। তিনি বলেন কনজারভেটিব দল যে মুসলিম বিদ্ধেসী নয় এর বাস্তব প্রমাণ আমি নিজে। তিনি বলেন, মাই নেইম সাজিদ জাভিদ। আই এম দ্যা হোম সেক্রেটারী। আমি মুসলিম পরিবারের সন্তান। গেল সপ্তাহে এক পত্রের মাধ্যমে কনজারভেটিব পার্টির ভেতরে ইসলামি ফোবিয়া তদন্তের আহ্বান জানিয়েছিল মুসলিম কাউন্সিল অব বৃটেন (এমসিবি)। এর জবাবও দেন হোম সেক্রেটারী।  তিনি  বলেন, আমার দলের অভ্যন্তরে মুসলিম বিদ্ধেস থাকলে আমি নিজে হোম সেক্রেটারী হতে পারতামনা। যারা এমন মন্তব্য করে ব্রিটিশ সমাজে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের আরো সচেতন হওয়া উচিত। বিবিসির এন্ড্রো মার একটি টক শো‘তে  পাকিস্তানী বংশদ্ভোত ব্রিটিশ হোম সেক্রেটারী বলেন, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন ব্রিটিশ মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব করে না। এমন কোনো মুসলিম দলকে খুঁজে পাওয়া যাবে না যারা মনে করে এমসিবি তাদের প্রতিনিধিত্ব করে। সুতরাং মুসলিম কাউন্সিল অব বৃটেনের কথায় ক্ষমতাসীন দল কনজারভেটিব পাত্তা দেবে না। তবে এই টক শোতে বৃটেনে  ইসলাম বিদ্ধেস রয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন,  ব্রিটিশ সমাজে এন্টি সেমিটিজমের মতো ইসলাম বিদ্বেষী ঘটনাও ঘটছে। তবে এসব বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে তার সরকার লড়াই করে যাচ্ছে এবং এতে কেউ সহযোগিতা করতে চাইলে তাদের কথাও শুনবেন বলে জানান হোম সেক্রেটারী। গেল রোববার এন্ড্রিমার টক শোতে বসে এসব কথা বলেন হোম সেক্রেটারী সাজিদ জাভিদ। এদিকে হোম সেক্রেটারীর এসব মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সেক্রেটারী বাংলাদেশী বংশদ্ভোত হারুন খান। তিনি বলেন মুসলিম কাউন্সিল অব বৃটেনের উত্থাপিত সমস্যাগুলোকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দিলেন হোম সেক্রেটারী। হারুন খান আরো বলেন, প্রতি সপ্তাহে একটি করে ইসলাম বিদ্বেষের ঘটনা ঘটেছে বৃটেনে। এখানে উল্লেখ্য যে পাকিস্তান বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত মৌলবাদী মুসলিম গ্রুপের দ্বারা পরিচালিত সংগঠন মুসলিম কাউন্সিল অব বৃটেন। যারা এই সংগঠনটির নেতৃত্বে রয়েছেন এর অধিকাংশই ব্রিটিশ বাংলাদেশী।


     এই বিভাগের আরো খবর