,

নবীগঞ্জে পূর্ব বিরোধ নিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলায় পুর্ব বিরোধ এর প্রতিশোধ নিতে দুই নিরিহ পরিবারের বসত ঘর ভেঁঙ্গে মালামাল লুট এবং বাড়ি-ঘর ভেঁঙ্গে ফেলার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সেহরি খাওয়ার সময় ওই উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে। আব্দুল কায়ুম এর স্ত্রী শেলি বেগম এ প্রতিনিধিকে জানান গ্রামের মৃত ছমির উল্লার পুত্র আব্দুল হাই একই গ্রামের মৃত সাঈদ উল্লার পুত্র খোয়াজ উল্লার সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে লাঞ্চিতের ঘটনা ঘটে। কিন্তু এর প্রতিশোধ নিতে ফঁন্দি করতে থাকেন খোয়াজ উল্লাহ তার গোত্রের লোকজন। এ নিয়ে গত শুক্রবার সেহরি খাওয়ার সময় খোয়াজ উল্লাহ ও তার লোকজন একদল ভাড়াটিয়াদের নিয়ে ফুটারমাটি গ্রামের মৃত পটই উল্লার পুত্র আব্দুল কাইয়ুম ও মৃত ছমির উল্লার পুত্র আব্দুল হাই এর বসত ঘর ভাংচুর করে ঘরে থাকা আসবাবপত্র লুট করে নিয়ে যায়। আব্দুল কাইয়ুম এর স্ত্রী শেলি বেগম আরোও জানান, তার স্বামীর ভিটেবাড়ি উচ্ছেদ করতে ফুটারমাটি গ্রামের খোয়াজ ঊল্লাহ তার দলবল নিয়ে আব্দুল কাইয়ুম ও আব্দুল হাই এর বসত ঘর ভাংচুর করে ঘরে থাকা আসবাবপত্র লুট করে নিয়ে গেছেন। আবারো হামলার ঘটনার আশংকায় তারা জীবনের নিরাপত্তাহীনতায় আছেন।


     এই বিভাগের আরো খবর