,

বিদেশ পাঠানোর নামে চুনারুঘাটের এক যুবতীকে পাচারের অভিযোগ, স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উসমানপুর গ্রামে বিদেশে পাঠানোর নামে এক সুন্দরী যুবতীকে পাচার করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই যুবতীর মা বাদী হয়ে হবিগঞ্জের মানব পাচার ট্রাইবুনাল আদালতে চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের মানিক মিয়ার কন্যা ভিকটিম শাকিলা আক্তার (২৫) কে দুই বছর আগে বিয়ে দেয়া হয় একই গ্রামের আব্দুর রহিমের পুত্র রিপন মিয়া (৩০) এর সাথে। কিন্তু শাকিল মিয়ার পরিবার জানতনা রিপন মিয়া যে একজন মানব পাচার কারীর সক্রিয় সদস্য। জারুলিয়া গ্রামের মৃত আব্দুল হকের পুত্র আব্দুল আলী (৩৫) ও ঢাকা ফকিরাপুল এলাকার শাহজাহান বক্স (৪০) ও আনোয়ার বক্স (৪৫) সৌদি আরবে ভাল কাজ দিবে বলে শাকিলার মা সুফিয়াকে প্রস্তাব দেয়। এতে সুফিয়ার মা রাজি না হলে শাকিলার স্বামী রিপন ও অন্যান্যরা শাকিলাকে বিভিন্ন প্রলোভন দিতে থাকে। এক পর্যায়ে সে রাজি হয়। গত ২ জানুয়ারী সুফিয়া বাড়িতে না থাকার সুযোগে শাকিলাকে সৌদি আরবে পাঠানোর কথা বলে উল্লেখিতরা ঢাকা নিয়ে যায়। সেখানে এক সপ্তাহ রেখে ৮ জানুয়ারী শাহজাহান বক্স ও আনোয়ার বক্সের মাধ্যমে শাকিলাকে সৌদি আরব পাঠায়। সেকানে যাওয়ার পর শাকিলা তার মাকে প্রায়ই ফোনে জানায় রিপনসহ উল্লেখিত ৩ জন তাকে মানব পাচার কারী চক্রের হাতে বিক্রি করে দিয়েছে। তারা তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে। সে দেশে ফিরে আসতে চায়। ৪/৫ মাস অতিবাহিত হওয়ার পর গত জুলাই থেকে শাকিলা তার মার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এতে তার মার সন্দেহ হয় তার মেয়েকে তারা হত্যা করে লাশ গুম করে ফেলেছে। মামলার করার পর থেকেই শাকিলার স্বামী রিপন ও দালাল আব্দুল আলী আত্মগোপন করেছে। গতকাল বুধবার সুফিয়ার নিয়োজিত আইনজীবি মোঃ আতাউর রহমান আদালতে মামলা দায়ের করিলে বিচারক মামলাটি আমলে নিয়ে ৭ কার্যদিবসের ভিতরে ভিকটিম শাকিলাকে উদ্ধারের চেষ্ঠাসহ আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেন। মামলা নং ৩৪/১৮। আগামী তারিখ ২৬/০৭/২০১৮ ইং আদালত ধার্য করেন।


     এই বিভাগের আরো খবর