,

সিলেটের নগর পিতা হচ্ছেন আরিফ, তবে…

বরিশালে সাদেক আব্দুল্লাহ ও রাজশাহীতে লিটন বিপুল ভোটের ব্যবধানে জয়ী

সময় ডেস্ক ॥ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী তার প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬ শত ২৬ ভোটে এগিয়ে আছেন। দুটি কেন্দ্রের ফল স্থগিত থাকায় সিলেট সিটি করপোরেশনে এখনও কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। কেননা প্রধান দুই মেয়র প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত দুই কেন্দ্রে ভোটের সংখ্যা বেশি। গতকাল সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান ভোটের ফল ঘোষণা করেন। তিনি জানান, ভোট চলাকালেই গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। তাই ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি ফল ঘোষণা করা হয়েছে। ফল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা জানান, ১৩২টি কেন্দ্রের ভোট গণনায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রাপ্ত ভোট ৯০ হাজার ৪ শত ৯৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রাপ্ত ভোট ৮৫ হাজার ৮ শত ৭০ ভোট। তিনি জানান, ১৩২টি কেন্দ্রের ফল গণনায় বিএনপির মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থীর চেয়ে ৪ হাজার ৬ শত ২৬ ভোটে এগিয়ে আছেন। তবে স্থগিত দুই কেন্দ্রে ভোট সংখ্যা ৪ হাজার ৭ শত ৮৭ ভোট যা প্রধান দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে বেশি। তাই এখনই কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত দুই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। রিটার্নিং কর্মকর্তা আরও জানান, সিলেট সিটি করপোরেশন মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৭ শত ৩২ জন।

resize-728x410x1x0image-75637-1532978102

এর মধ্যে সোমবার ভোট দিয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৬ শত ৫৬ জন, যার মধ্যে বৈধ ভোট ছিল ১ লক্ষ ৯১ হাজার ২ শত ৮৯টি। বাতিল হয় ৭ হাজার ৩ শত ৬৭টি ভোট। অপরদিকে রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের খায়রুজ্জামান লিটন ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। প্রাপ্ত তথ্যে রাজশাহী সিটির ১৩৮টি কেন্দ্রের ফলে নৌকা প্রতীকে ১৬৫০৯৬ ভোট পেয়েছেন আওয়ামী লীগের এএইচ খায়রুজ্জামান লিটন। ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭৭০০ ভোট। এদিকে বরিশালের ১২৩টি কেন্দ্রের ১৬টি স্থগিত থাকায় বাকি কেন্দ্রগুলোর ফলে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সর্বশেষ ১০৭ কেন্দ্রের প্রাপ্ত ফলে সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১০৭৩৫৩ ভোট। ধানের শীষ প্রতীকে বিএনপির মজিবুর রহমান সরোয়ার পেয়েছেন ১৩১৩৫ ভোট। এ দুই সিটি নির্বাচনে সকাল থেকে নানা অনিয়মের অভিযোগ উঠে। বরিশালে দুপুরে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রাথী মজিবুর রহমান সরোয়ার। পরে আরও তিন প্রার্থী নির্বাচন বর্জনের কথা জানান। অনিয়মের কারণে বরিশালে ১৬টি কেন্দ্রের ফল স্থগিত হলেও রাজশাহীতে কোন কেন্দ্রের ফল স্থগিত হয়নি।


     এই বিভাগের আরো খবর