,

২ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে শচীন্দ্র কলেজের নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন করেছেন এমপি এড.মোঃ আব্দুল মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শচীন্দ্র কলেজে ২ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজ গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব এড. মোঃ আব্দুল মজিদ খান। প্রকৌশলী মাহবুব আলম জানান, প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই কাজটি বাস্তবায়ন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এস কে ফরাশ উদ্দিন আহমেদ শরীফী জানান, কলেজটিতে ছাত্রছাত্রীদের তুলনায় শ্রেণিক্ষক অত্যন্ত অপ্রতুল। আজ এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় ৪ তলা বিশিষ্ট এই ভবন নির্মাণের ফলে দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হলো। এই অত্যাধুনিক ভবন নির্মাণের ফলে কলেজের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এখন ছাত্রছাত্রীরা কলেজ মূখী হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগী হবে ও শিক্ষার মান বৃদ্ধি পাবে। আব্দুল মজিদ খান এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সততা ও দক্ষতার পরিকল্পনা অনুযায়ী যে উন্নয়ন করেছেন, স্বাধীনতার পর কোন এমপি এত উন্নয়ন করতে পারেননি। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে পুনরায় তাকে এমপি নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কলেজের অধ্যক্ষ এস কে ফরাশ উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে ও প্রভাষক লতিফ হোসেন ও রঞ্জিত কুমার দাস-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তজমূল হক চৌধুরী, পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, খাগাউড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, কলেজ পরিচালনা কমিটির সদস্য আবুল ফজল, পীযূষ চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাওসার শুকুরআনা। আরও বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, বন কর্মকর্তা আকবর হোসেন, সাবেক চেয়ারম্যান আসকর মিয়া, আইডিয়াল কলেজের প্রভাষক অরূপ কুমার দাস রিংকু, শচীন্দ্র কলেজের সহকারী প্রভাষক প্রমোদ সাহাজী, নাগুড়া হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নানু মিয়া, সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, কলেজের ছাত্র মাহতাব আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ইসলাম শিক্ষার প্রভাষক দেওয়ান রাফিউল হক খান পাঠান। গীতা পাঠ করেন সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক মানিক ভট্টাচার্য্য।


     এই বিভাগের আরো খবর