,

মেডিকেলে ভর্তি পরীক্ষা ৫ অক্টোবর

সময় ডেস্ক ॥ সারাদেশের মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে ৫ অক্টোবর। ৯ নভেম্বর হবে ডেন্টালে ভর্তি পরীক্ষা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোয় শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেডিকেলে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ আগস্ট। আবেদন করা যাবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ডেন্টালে বিডিএস কোর্সে ভর্তির আবেদন করা যাবে ১৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। শিগগিরই ভর্তির নিয়মাবলি ও যাবতীয় তথ্যসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন। গত বছর এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে দেশের ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হয়। সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন সাড়ে ৩ হাজারের বেশি। বেসরকারি মেডিকেল ও ডেন্টালে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।


     এই বিভাগের আরো খবর