,

বাহুবলে মহাসড়ক দেড়ঘন্টা অবরোধ । যান চলাচল বন্ধ

সংবাদদাতা :: ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত এক বাস চালকে জরিমানা করায় বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়ক দেড়ঘন্টা অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে উভয় দিকে প্রায় কয়েক শতাধিবক যানবাহন আটকা পড়ে। পরে আটককৃত চালককে ছেড়ে দিলে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, ‘বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শ্রমিককে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে ওই চালককে নিঃশর্ত মুক্তি দেওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।’ নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে বাস শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন বলেন. ‘ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র না থাকায় এক বাস চালককে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় অযৌক্তিকভাবে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে জরিমানার টাকা পরিশোধ করায় আটক চালককে ছেড়ে দিলে পরিবহন শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।’


     এই বিভাগের আরো খবর