,

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন সদর উপজেলার সাবেক ইউএনও মর্জিনা আক্তার

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ সদর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তার হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হিসাবে যোগদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি এই পদে যোগদান করেন। এ সময় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া। মর্জিনা আক্তার হলেন হবিগঞ্জ জেলার প্রথম শিক্ষা ও আইসিটির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক। গত ২২ অক্টোবর নতুন এই পদে তার পদায়নের আদেশ হয়। মর্জিনা আক্তার জানান, তিনি হবিগঞ্জে কাজ করে আনন্দিত। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করার পর সরাসরি জেলা প্রশাসনে কাজ কারার সুযোগ পাওয়া সম্ভব হয়েছে জেলা প্রশাসকের আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টার জন্য। হবিগঞ্জে কাজ করতে গিয়ে তার উপলদ্ধি হয়েছে এই এলাকা শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। নতুন দায়িত্বে থেকে জেলা প্রশাসকের যে স্বপ্ন হবিগঞ্জের শিক্ষাকে একটি কাংখিত পর্যায়ে নিয়ে আসা সেই স্বপন্ন পূরণে কাজ করে যাওয়া। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তিনি বিশেষগুরুত্ব দিয়ে কাজ করতে চান। মর্জিনা আক্তার ২৭ তম বিসিএস এর একজন কর্মকর্তা। সর্বশেষ তিনি হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বরিশাল জেলার গৌরিপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ছিলেন। নওগা জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে চাকুরীতে যোগদানের পর তিনি শেরপুর জেলার নকলা এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি হিসাবে দায়িত্ব পালন করেন। মর্জিনা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ ও গবেষনা বিভাগে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ১ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী। তার স্বামী শেখ ফাহিম আহমেদ ব্র্যাক ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর