,

চুনারুঘাটে আমনের বাম্পার ফলন, কৃষকদের মুখে হাসির ঝিলিক

চুনারুঘাট প্রতিনিধি :: চলতি মৌসুমে চুনারুঘাটে আমনের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ১৮ হাজার ৫শ’ হেক্টর জমি চাষাবাদের ল্যমাত্রা নির্ধারণ করা হয়। সময়মত বৃষ্টি হওয়ায় কৃষকরা চাষাবাদের উক্ত টার্গেট পরিপূর্ণ করতে সম হয়েছেন। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভাল হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার জালাল উদ্দিন সরকার জানান, আবহাওয়া অনুকূলে থাকা ও সময়মত বৃষ্টিপাত হওয়ায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। এ ব্যাপারে কৃষক উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক হাজী আকবর হোসেনকে জিজ্ঞাসা করিলে তিনি জানান, এ বছর আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে উচ্চ ফলনশীল জাতের ধান চাষাবাদ করায় আশানুরূপ ফলন পাচ্ছেন কৃষকরা। কোন কোন এলাকায় ধান কাঁটা শুরু হয়ে গেছে। তবে বাজারে ধানের মূল্য কম হওয়ায় কৃষকরা শংকিত।


     এই বিভাগের আরো খবর