,

আইন সহায়তা কেন্দ্রের সমন্বয়ক হলেন করাঙ্গীনিউজ সম্পাদক মাসুম

স্টাফ রিপোর্টার :: আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের সমন্বয়ক হিসাবে নিয়োগ পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল “করাঙ্গীনিউজ টুয়েন্টিফোর ডটকম” সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম। তিনি ডিষ্ট্রিক ম্যানেজার হিসাবে হবিগঞ্জ জেলার দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ সামছুল হক স্বাক্ষরিত একটি পত্রে এ নিয়োগ প্রদান করা হয়। মাসুম দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক জালালাবাদ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি, দৈনিক যুগান্তর পত্রিকার বাহুবল প্রতিনিধি হিসাবে দায়িত্বও পালন করে আসছেন। তিনি হবিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন বিগত ১৯৯৬ সাল থেকে গণমানুষের অধিকার রায়, গরীব, দুঃখী, অসহায় দুঃস্থ ও অধিকার বঞ্চিত মানুষদেরকে আইনগত সহযোগীতা প্রদান করে আসছে। বিগত ১৫ বছর যাবৎ সংস্থার সকল সম্মানিত উপদেষ্টা ও কর্মী সংগঠকদের অকান্ত পরিশ্রম, ত্যাগ ও নিরলস শ্রমের বিনিময়ে অত্র সংস্থা হাটি হাটি পা করে আজ এগিয়ে যাচ্ছে। মানবাধিকার, নারীর অধিকার রায় এই সংস্থা ব্যাপক সুনাম অর্জন করেছে কিন্তু আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে কাংখিত লক্ষ্যে আজও পৌছাতে পারিনি। তবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রায় কয়েক সহ¯্রাধিক (বিশ হাজার) সদস্য, কর্মী, সংগঠক সেই লক্ষ অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অত্র সংস্থা জাতিসংঘের সহযোগী সংস্থা হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং নির্বাচন পর্যবেক সংস্থা হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত। আমাদের উল্লেখযোগ্য কর্মসূচীঃ- ১। যাবতীয় মানবাধিকার লংঘিত বিষয়ক অপরাধ অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাই ও পর্যবেক্ষন পূর্বক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মিমাংশা করা হয়। ২। প্রশাসনকে সহায়তা ও ভূক্তভোগীদের আইনী সহায়তা প্রদান। ৩। সকল ধরনের ক্রেতা ও ভূক্তভোগীদের অধিকার সংরক্ষণে সহযোগীতা ভেজাল ও ওজনে কম দেওয়ার প্রবনতা পন্য উৎপাদনের মেয়াদ ও উৎপাদনের তারিখ বিহীন পন্য বাজার জাতকরণ রোধে জড়িত সংশ্লিষ্ট সকলকে আইনী দোড়গোড়ায় পৌছানোর লক্ষ্যে সঠিক তথ্য প্রমান সংগ্রহর মাধ্যমে প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহনে সহযোগীতা প্রদান। ৪। এসিড সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, শিশু পাচার, বাল্যবিবাহ ও যৌতুক প্রথারোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন ও অপরাধীদের যথাযথ শাস্তি ও ভুক্তভোগীদের পুর্নবাসনের সহায়তা প্রদান, জলাশয়, নদী, খাল ভরাট, পাহাড় কাটা, নির্বিচারে বন্য প্রাণী নিধন, বনাঞ্চল উজার, কলকারখানার বর্জ্য ও যানবাহন ও ব্রীকস্ ফিল্ডের কালো ধোয়া নির্গত করে যারা পরিবেশ ধ্বংসে লিপ্ত উহার সাথে জড়িত সংশ্লিষ্ঠ সকল অপরাধী ও প্রতিষ্ঠানের সঠিক তথ্য প্রমান সংগ্রহ করে প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহনে সহযোগীতা প্রদান। ৫। যাবতীয় সিন্ডিকেট বা যে সকল ব্যবসায়ীদের কারণে বাজারে দ্রব্য মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং ভেজাল পণ্য বিক্রয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার লক্ষ্যে সঠিক তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। ৬। শিশু শ্রম রোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, বিনা অপরাধে শাস্তি প্রাপ্তদের আইনী সহায়তা প্রদান করা। ৭। যুব সমাজকে মাদক দ্রব্যের ভয়াল থাবা হতে বাঁচানোর লক্ষ্যে মাদক উৎপাদন ও বিক্রির সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা গ্রহনে প্রশাসনকে সহায়তা প্রদান করা। ৮। দুর্নীতিবাজ, আয়কর ফাঁকিবাজ ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও সঠিক তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে হস্তান্তর করা। ৯। বিদেশগামী ও প্রবাসে সৃষ্ঠ যে কোন সমস্যা সমাধান কল্পে আইনী সহযোগীতা সার্বিক সহযোগীতা প্রদান। ১০। তাছাড়া জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অত্র সংস্থা সময়োপযোগী বিভিন্ন সভা, সেমিনার, আলোচনা সভা, মানববন্ধন, বিভিন্ন দিবস উদযাপন, নাটক, টেলিফিল্ম ইত্যাদি কার্যক্রম করে আসছে।


     এই বিভাগের আরো খবর