,

মাধবপুরে রেল লাইন কাটার ঘটনায় মামলা

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুরে রেল লাইনের শিক কাটার ঘটনায় শ্রীমঙ্গল রেল থানায় গত শুক্রবার গভীর রাতে রেল কর্মচারী রেনু মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেছে। শ্রীমঙ্গল রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) আলীম উদ্দিনের সত্যতা নিশ্চিত করেছে। গত শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার শাহপুর রেলষ্টেশনের অদুরে কে বা কারা ২২ ইঞ্চির মত রেল লাইনের শিক কেটে নিয়ে যায়। আখাউড়া-সিলেট রেল সেকশনের নির্বাহী প্রকৌশলী হাসান হাবিব ৮ টার দিকে ঘটনাস্থলে যান। তাদের ধারনা গত শুক্রবার ভোর রাতে দুর্বৃত্তরা নাশকতার আশংকায় রেল লাইনের পাত কেটে নেয়। সকাল ৭ টার দিকে কুশিয়ারা ট্রেনটি সিলেট যাওয়ার পথে চালকের সর্তকতার কারণে ট্রেনটি লাইনচ্যুত বা হতাহতের ঘটনা ঘটেনি। রেল কর্মীরা ১২টা পর্যন্ত রেললাইন মেরামত করে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে। এ ঘটনায় গত শুক্রবার রাতে রেলের পিডবিøউ রেনু মিয়া বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে শ্রীমঙ্গল রেল থানায় একটি মামলা দিয়েছে। মামলাটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমানকে তদন্তভার দেওয়া হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, এটি নাশকতার একটি অংশ। বড় ধরনের নাশকতা চালাতেই রেল লাইন কেটে দেওয়া হয়েছিল। অপরাধীদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্লা ও রেলের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।


     এই বিভাগের আরো খবর