,

হবিগঞ্জে ৬ লক্ষ শিক্ষার্থীর হাতে নতুন বই

বিকেজিসি ও গভট স্কুলকে কলেজে উন্নীত করব-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥  হবিগঞ্জে ৬ লক্ষ  ৪ হাজার ৪ শত ৬২ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। এর মাঝে মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৪০  হাজার ২১৭ জন এবং প্রাথমিক পর্যায়ে ৩ লক্ষ ৬৫ হাজার ২ শত ৪৫ জন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পায়। বছরের প্রথম দিনেই নতুন বইয়ের গানে মাতোহারা ছাত্রছাত্রীরা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির। পরে তিনি হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে এইচকে হাইস্কুল এন্ড কলেজ, এড. মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয় বহুলা এবং বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন, সুধাংশু কর্মকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এড. শাহ ফখরুজ্জামানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

Habiganj Book Distribution Pic 2

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর উন্নত বাংলাদেশের হাল ধরবে। তাই তাদেরকে মানসম্মত এবং সঠিক শিক্ষা প্রদানে কাজ করবে সরকর। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ায় তাদের মাঝে নতুন উদ্দীপনা বিরাজ করবে। এতে মনযোগ বাড়বে ছাত্রছাত্রীদের। এ সময় সৃজনশীল শিক্ষা পদ্ধতির বিভিন্ন বিষয় তুলে ধরে নোট বই ক্রয় থেকে বিরত থাকতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। এমপি আবু জাহির আরো বলেন, বিগত ১০ বছরে হবিগঞ্জের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন করেছি। বারবার আপনারা আমার উপর আস্থা রেখেছেন বলেই এসব উন্নয়ন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। তিনি বলেন, হবিগঞ্জ বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত করব। ইতোমধ্যে প্রতিষ্ঠান দু’টিতে আমরা ১০ তলা ভবনে নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু করেছি। এ সময় তিনি হবিগঞ্জকে এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।


     এই বিভাগের আরো খবর