,

মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহীনিকে জিরো টলারেন্সে কাজ করতে হবে- এমপি মিলাদ গাজী

নবীগঞ্জ-বাহুবল এলাকার উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের আশ্বাস

মতিউর রহমান মুন্না ॥ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, মাদক নিয়ন্ত্রন, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে আইনশৃঙ্খলা বাহীনিকে জিরো টলারেন্সে কাজ করতে হবে। আমি এমপি সেটা বড় কথা নয়, আমি জনগনের সেবক হিসাবে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নবীগঞ্জ-বাহুবল এলাকার জন্য মাননীয় পরিকল্পনামন্ত্রী আমাকে ৫০ কোটি টাকা বরাদ্দ প্রদানের আশ্বাস দিয়েছেন। সেই বরাদ্দ দিয়ে জনগনের জন্য উন্নয়ন কাজ বান্তবায়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুৎ পরিকল্পনার আওতায় আগামী জুনের মধ্যেই নবীগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। নবীগঞ্জে মাদক নিয়ন্ত্রন, চুরি ডাকাতি প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সকল জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যাগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, বাস মালিক সমিতির সভাপতি মোঃ ইয়াওর মিয়া, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান,  মোঃ আবু সিদ্দিক, আলী আহমদ মুসা, নজরুল ইসলাম, আশিক মিয়া, মোঃ ছাইম উদ্দিন, ছালিক মিয়া, বজলুর রশিদ, মুহিবুর রহমান হারুন, জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা এলজিডি কর্মকর্তা সফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি, পজীব কর্মকর্তা শাকিল আহমদ, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। সভায় আগামী মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার পুর্বেই শহরের অবৈধ দোকানপাট উচ্ছ্বেদ, অবৈধ সিএনজি ষ্ট্যান্ড অপসারণসহ শহরের সৌন্দর্য্য বর্ধনে কঠোর পদক্ষেপ নোয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।


     এই বিভাগের আরো খবর