,

হবিগঞ্জে মহিলার গলার চেইন ছিনতাইকালে ৪ ছিনতাইকারী মহিলা সদস্য ধরাশায়ী

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরে রামজয় মোদক এলাকায় সরকারী কর্মচারী এক মহিলার গলা থেকে চেইন ছিনতাইকালে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার মহিলা সদস্য ধরাশায়ী হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। সূত্র জানায়, হবিগঞ্জ শহরে বিভিন্ন জেলা থেকে এসে একদল মহিলা ছিনতাইকারী অভিনব কায়দায় হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করছে। তাদের প্রধান টার্গেট স্পট হচ্ছে সদর হাসপাতাল, রামজয় মোদক ফার্মেসী এলাকা কোর্টসহ বিভিন্ন জনবহুল এলাকা। তারা বিভিন্ন ছদ্মবেশে টমটম এবং সিএনজি অটোরিক্সায় এসব কার্যকলাপ চালাচ্ছে। তারা কোন কোন সময় গ্রেফতার হয়ে কারাগারে যায়। কিন্তু আইনের ফাকফোকড়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। আর তাদের খপ্পরে পড়ে অনেক ভদ্রঘরের মহিলাসহ গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ। গতকাল শুক্রবার বেলা ৩টার সময় রামজয় মোদক এলাকায় জনৈক সরকারী কর্মচারী মহিলা টমটম যোগে চৌধুরী বাজার এলাকায় আসার জন্য রওয়ানা হন। এ সময় ওই টমটমে চারজন মহিলা ছিনতাইকারী উঠে। এক পর্যায়ে ওই মহিলার চেইন নিতে চাইলে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে চার মহিলা ছিনতাইকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করে। আটকরা হল, সদর উপজলোর কাটাখালি গ্রামের ছুরক মিয়ার স্ত্রী তাছলিা আক্তার (৩০), মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের কথিত কবিরাজ আবুল হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (২০), একই গ্রামের নাছির মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (২২) ও নোয়াগাও গ্রামের শুকুর আলীর স্ত্রী রুকসানা আক্তার (২১)। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা জুয়েল আহমদ জানান।


     এই বিভাগের আরো খবর