,

গান-জুয়া বন্ধে খুশি এলাকাবাসীনবীগঞ্জে শাহ তাজ উদ্দিন কোরেশী’র ওরস সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ গত বুধবার ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড় হযরত শাহ জালাল (র:) এর সংঙ্গী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এর ২ দিন ব্যাপী ওয়াজ ও ওরস মোবারক। এলাকাবাসীর প্রতিবাদ ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কোন ধরনের গান বাজনা ও জুয়া খেলা ছাড়াই শান্তিপূর্নভাবে ওরস সম্পন্ন হয়। ওরসে গান বাজ ও জুয়া খেলা বন্ধ করতে বুধবার নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি পারভেজ আলম ও গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী এবং নবীগঞ্জ থানা পুলিশ জোর টহল দেন। গত বুধবার ওরসের প্রথম দিন মাজার সংলগ্ন তাহার অধ:স্থান পুরুষ সাকির মোহাম্মদ লাখেরাজ খানে বাড়ীতে অবস্থিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরসের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরীর পরিবারের পক্ষে মাজারে গিলাফ ছড়ান মাজার পরিচালনার কমিটির সভাপতি মাহতাব উদ্দিন, সাধারন সম্পাদক মাসুক চৌধুরী, ক্যাশিয়ার হাফেজ গিয়াস উদ্দিন, মুকিত চৌধুরী, মোতাহের চৌধুরী, আব্দুর রহিম, ফরিদ মিয়া সহ অন্যানরা। গিলাফ ছড়ানোর পর ওয়াজ ফরমান হযরতুল আল্লামা মুফতি আব্দুল মজিদ, হযরত মাও: ইলিয়াছ উদ্দিন ভূইয়া, হযরত মাও: হাফেজ মকাদ্দুছ আলী, হযরত মাও: হাফেজ এখলাছুর রহমান খান, হযরত মাও ক্বারি আব্দুন নূর, মাদ্রাসার শিক্ষক হাফেজ গিয়াস উদ্দিনসহ উলামা কেরাম, পরিশেষে দোয়া ও শিরণি বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার ওরসের সমাপনি দিন সকাল থেকে মাজার মসজিদে পবিত্র কোরআন মজিদ খতম, বাদ জোহর মাজার যিয়ারত, বাদ আছর মিলাদ মাহফিল ও বিতরণ করা হয়। ওয়াজ ও ওরসে হাজার হাজার ভক্ত গনের সমাগম হয় এবং ইহকাল ও পরকালের জন্য শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কোন ধরনের গান বাজনা ও জুয়া খেলা ছাড়া এবার প্রথম ওয়াজ ও ওরস সুষ্ট ভাবে শেষ হওয়ায় মাজারের জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


     এই বিভাগের আরো খবর