,

নবীগঞ্জে কিশোরীকে মারপিটের ঘটনায় ওমান ফেরত যুবক সাজিদুর জেল হাজতে

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের কৃষক ইসা  মিয়ার কিশোরী কন্যা আরিফা বেগম(১৬)কে বেধরক ভাবে প্রহার করে রক্তাক্ত জখমী করে ও বাড়ী ঘরে হামলা করার ঘটনায় দীর্ঘদিন পরে অবশেষে হামলাকারী যুবক জেল হাজতে। দীর্ঘদিন পালিয়ে দেশ ও দেশের বাহিরে মধ্যপ্রাচ্যর  ওমান থেকে দেশে এসে গত ২৫ মার্চ হবিগঞ্জ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ ও সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের কৃষক ইসা মিয়ার সাথে বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী ইসরাইল মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এরই জেরধরে ২০১৬ সালের ৬ জুলাই ও ৩০ রমজান দুপুর অনুমান ১টার দিকে ইসরাইল মিয়ার পুত্র সাজিদুর রহমান সহ তাদের পক্ষের একদল লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে কৃষক ইসা মিয়ার ঘরবাড়ীতে হামলা চালায়। এসময় বাড়ীর সামনে গোসল খানায় কিশোরী দৈনন্দিনের কাজ করতে ছিলেন। হামলাকারীদের এমন অবস্থা দেখে কিশোরী বাধা দিতে চাইলে তাকে বেধরক ভাবে প্রহার করে রক্তাভ জখম করে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় হামলাকারী সাজিদুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে আরিফার পিতা বাদী হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ক-গ (৫) আদালতে সি,আর নং  ২১/১৭  মামলা দায়ের করলে উক্ত মামলাটি বিচারাধীন রেখে বিদেশে পাড়ি জমান সাজিদুর রহমান। পরে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী ফরোয়ানা জারি করলে  সাজিদুর রহমান  পলাতক থাকেন। অবশেষে গত ২৫ মার্চ তিনি আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে  তাকে  জেল হাজতে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর