,

হবিগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুল ছাত্রীসহ নিহত ২, আহত ৪

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর ও বানিয়াচংয়ে গতকাল রবিবার দুপুরে বজ্রপাতে স্কুল ছাত্রীসহ দুই জন নিহত হয়েছে। এ সময় আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, হবিগঞ্জ সদর নাজিরপুর গ্রামের কৃষক ডেঙ্গু মিয়া (৬০) ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর মেয়ে সালমা আক্তার (৮)। আহতরা হলেন নিহত ডেঙ্গু মিয়ার ছেলে তোরাব আলী (২৮), কিতাব আলী (২৪) ও করম আলী (২৬) এবং তেঘরিয়া ইউনিয়নের পাচঁ-পাড়িয়া গ্রামের মধু মিয়া  (৫০)। আহতদের আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন রুবেল নিহত ডেঙ্গু মিয়া এবং তার তিন ছেলেদের ১৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।  উল্লেখ্য, গতকাল সকালে ডেঙ্গু মিয়া তার তিন ছেলেদের নিয়ে গুইঙ্গারজুরি হাওরে ধান তুলতে গেলে তারা দুপুরে ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন।  অপর দিকে একই সময় বানিয়াচং উপজেলার মনফর আলীর স্কুল পড়–য়া কন্যা মালমা আক্তার বাড়ির পাশে আম কুড়তে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডেঙ্গু মিয়া ঘটনাস্থলেই নিহত হয় ও সালমাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাঃ দেবাশিষ তাকে মৃত ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর