,

বিএনপির ৪ নেতার শপথ

সময় ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৪ নেতাকে শপথ পড়ান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। গতকাল সোমবার বিএনপি থেকে নির্বাচিত ৪ জন সাংসদ শপথ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় শপথ নেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপি থেকে জিতেছেন ৬ জন। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান ২৫ এপ্রিল বৃহস্পতিবার শপথ নেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি ৫ জনই সাংসদ হিসেবে শপথ নিলেন। শপথ গ্রহণের সময়সীমার শেষ দিনে এসে শপথ নিলেন তাঁরা। গত বছরের ৩০ ডিসেম্বরের নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে নির্বাচন করে বিএনপি। এ জোট থেকে মোট ৮ জন নির্বাচিত হন। এর মধ্যে গণফোরামের দুইজন আগেই শপথ নিয়েছেন।


     এই বিভাগের আরো খবর