,

কুর্শি ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্বচ্ছতা, জবাবদীহিতা ও জনঅংশগ্রহনের মাধ্যমে ৬নং কুর্শি ইউনিয়নের ২০১৯-২০২০ অর্থবছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ জালাল উদ্দিন ও গীতা পাঠ করেন সজল চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নূর মিয়া, সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য এম.এ বাছিত, শাহ শামসুল ইসলাম, শ্রীবাস পাল, মোঃ আল আমিন খান, মোঃ আব্দুল মন্নাফ, মোঃ গোলাম হোসেন চৌধুরী, মোঃ আব্দুল ছোবহান, মোছাঃ রাজিয়া বেগম, মোঃ নিলীমা বেগম, শাহ সুরাইয়া বক্শ, মোঃ ছালু মিয়া, সুব্রত দাশ, আমিনুল ইসলাম, মির হায়দর আলী, আকাব মিয়া, সুশীতল কুমার রায়, ঝিনুক সুত্রধরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সভা পরিচালনা করেন ইউপি সচিব মোঃ শাজাহান মিয়া। সভায় প্রধান অতিথি তৌহিদ-বিন-হাসান বলেন ৬নং কুর্শি ইউনিয়ন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক পাচার রোধে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি। সভায় সম্ভাব্য আয় ২ কোটি ৩০ লাখ ১ হাজার ৪শ ৩১ টাকা ও সম্ভাব্য ব্যয় ২ কোটি ২৬ লক্ষ ৯৪ হাজার ২শ ৬৭ এবং উদ্বৃত্ত হিসাবে ৩ লক্ষ ৭ হাজার ১শ ৬৪ টাকা ঘোষণা করা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া।


     এই বিভাগের আরো খবর