,

বাহুবলে সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল এক প্রবাসীর স্ত্রী

জুয়েল চৌধুরী :: বাহুবলে সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় সর্বত্র রসালো আলোচনার ঝড় বইছে। স্ত্রীকে হারিয়ে প্রবাসী স্বামী তড়িগড়ি করে দেশে ফিরে নিরুপায় হয়ে স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বিচারক আমলে নিয়ে আইন-আনুগ গ্রহনের জন্য  বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামের আতাব উল্লার পুত্র দুবাই প্রবাসী আব্দুল হাইয়ের সাথে ১০ বছর আগে বিয়ে হয় একই উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের সিদ্দিক আলীর কন্যা আলেয়া আক্তার (৩০) এর। বিয়ের  পরে তাদের দাম্পত্য জিবনে তিনটি সন্তান জম্ম গ্রহন করে। জিবিকার তাগিতে আব্দুল হাই দুবাই চলে যায়। স¤প্রতি বানিয়াগাও গ্রামের কাজী আব্দুল গফুরের পুত্র কাজী আব্দুল হাই (২৫) এর সাথে পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পরে আলেয়া। এক পর্যায়ে তাদের মধ্যে মন দেয়া-নেয়া চলে সুযোগ বুঝে আব্দুল  হাই প্রায়ই রাতে আলেয়ার বাড়িতে গিয়ে গোপনে মিলিত হত। একদিন আলেয়ার শ্বশুর বাড়ির লোকজন তাদেরকে হাতে-নাতে আটক করে লোক লজ্জার ভয়ে সতর্ক করে দেন। কিন্তু আব্দুল হাই তাদের এই অবৈধ সম্পর্ক থেকে বিরত না হয়ে গোপন অভিসার অব্যাহত রাখে এক পর্যায়ে আলেয়ার শরীরে পরিবর্তন আসে। বিষয়টি তার শ্বশুর বাড়ির লোকজনের মাঝে জানা-জানি উভয় পরে উত্তেজনা দেখা দেয়। অবস্থায় বেগতিক দেখে আলেয়া ৩ সন্তান রেখে তার পরকিয়া প্রেমিক আব্দুল হাই এর সাথে গত ৫ মে রাতে টাকা-পয়সা নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। খবর পেয়ে তার স্বামী দেশে এসে স্ত্রীকে হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। অনেক খোঁজা-খুজি করেও স্ত্রীকে ফিরিয়ে আনতে না পেরে অবশেষে গতকাল ৩ সন্তান নিয়ে আদালতের দারস্ত হন। বাদী পরে মামলা পরিচালনা কারী এডভোকেট অমৃত চন্দ্র দাস জানান, বিষয়টি খুবই জগণ্যতম হৃদয় বিধারক। এমন দোষীদের দৃষ্টান্ত মূলখ শাস্তি হওয়া উচিত। একজনের কারনে এখন ৩ টি মাতৃ স্নেহ  হারা ও পরিবার গুলো ধংস হবার পথে।


     এই বিভাগের আরো খবর