,

SAMSUNG CAMERA PICTURES

বাহুবলে সিএনজির নিচে চাপা পড়ে নবীগঞ্জের শিক্ষার্থী গুরুতর আহত ॥ সিওমেকে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে চলিতাতলা এলাকায় সিএনজি অটোরিক্সার নিচে চাপা পড়ে রাহুল সরকার (১৫) নামের এক দশম শ্রেডুর ছাত্র গুরুতর আহত। সে নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের গোপাল সরকারের পুত্র ও বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেডুর ছাত্র। গতকাল মঙ্গলবার বিকালে সে বাহুবল থেকে সিএনজি যোগে বাড়ি ফিরার সময় ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত স্থানে পৌছলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে রাহুল সিএনজির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় আহত হয় আরও দুই জন সিএনজি যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর