,

হবিগঞ্জে ২শ বস্তা সার জব্দ করে গুদাম সীলগালা করার পরও মামলা করেনি কৃষি অফিস

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের গরু বাজারে ২শ বস্তা সার জব্দ করে গুদামটি সীলগালা করার পরও কৃষি অফিস থেকে কোন মামলা দায়ের করা হয়নি। এ ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের মধ্যে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। অবশেষে পুলিশ বেকায়দা পড়ে খালেক ট্রেডার্সের আটক ম্যানেজার আব্দুল কাইয়ুমকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গত সোমবার রাতে গরু বাজার এলাকার খালেক ট্রেডার্স থেকে ২শ বস্তা নিম্নমানের ও নকল সার জব্দ করা হয়। পরে গুদামটি সীলগালা করে দেয়া হয়। এ সময় গুদামের মালিক কৌশলে পালিয়ে গেলেও ম্যানজার আব্দুল কাইয়ুমকে আটক করা হয়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্তধর এ সময় উপস্থিত ছিলেন। কিন্তু ঘটনার তিনদিন অতিবাহিত হলেও কৃষি অফিস থেকে কোন মামলা দায়ের করা হয়নি বলে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান। কিন্তু তারা অবশেষে আব্দুল কাইয়ুমকে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করেন। তিনি আরও জানান, এসব ভেজাল সারের মোড়কে কোন মেয়াদ উত্তীর্ণ তারিখ ছিল না। এ ব্যাপারে কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পরীক্ষার জন্য সার ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা নকল সার তাদের কাছে বিক্রি করে শূণ্য থেকে কোটিপতি হয়ে যাচ্ছে। এসব ভেজাল সার জমিতে দিয়ে বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। অপরদিকে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর