,

নবীগঞ্জে চালকের ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী হাছান লিটনের সিএনজি আটক করে চালকের উপর হামলার ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার শিবপাশা আইনগাঁও সিএনজি স্ট্যান্ডের ম্যানাজার দুলাল মিয়ার সাথে নবীগঞ্জ শহরতলীর শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন বড় স্ট্যান্ডের সিএনজি চালক বাউসা গ্রামের মোঃ মুহিত মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষনিক নিষ্পত্তি করার লক্ষ্যে বাউসা গ্রামের মোঃ আব্দুস শহিদ, মোঃ আব্দাল মিয়া, আলমগীর হোসেন ও শাহ্ লিমন আহমদসহ দুই পক্ষের লোকজনকে নিয়ে মায়ের দোয়া মাইকের দোকানে আলোচনায় বসেন। এ সময় মোঃ মুহিত মিয়া পার্শ্ববর্তী কিবরিয়ার দোকানে বসা অবস্থায় ম্যানাজার দুলাল ও তার সহযোগিরা সিএনজি চালক মুহিতকে টেনে নিয়ে তার উপর হামলায় চালায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ নিয়ে গত বুধবার তারাবির নামাজের পর বাউসা ও নাদাম গ্রামবাসীর  উদ্যোগে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বাউসা নাদামপুর গ্রামের যাত্রীদের নানা রকম হয়রানি, অস্থায়ী স্ট্যান্ড করে অধিক ভাড়া আদায়, সিএনজি আটক করে রাখা, সিএনজি চালক মুহিতের উপর হামলা ও শিবপাশা আইনগাঁও সড়ক সিএনজি চলাচল বন্ধ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। শিবপাশা আইনগাঁও স্ট্যান্ডের লোকজন বিষয়টি নিষ্পত্তি না করায় গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বাউসা গ্রামের প্রায় হাজারো লোকজন বাউসা পয়েন্টে শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই ফখরুজ্জামান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এলাকার লোকজনের সাথে আলাপ করে অবরোধ তুলে দেন। পরে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নির্দেশে আটককৃত সিএনজিটি উদ্ধার করেন এস আই ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, বাউসা গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ কাওছার আহমদ, বাউসা নাদামপুর ৪নং ইউপি সদস্য আল-হেলাল আহমদ, বাউসা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদ আলী হাছান লিটন, হরিধরপুর শাহ্ তাজ উদ্দিন কুরেশী (রহ:) উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ হেলাল আহমদ, আব্দুল মালিক, মোঃ আব্দুল তাহিদ, বাছিতুর রহমান চৌধুরীসহ য্বু সমাজের নেতৃবৃন্দ। খবর পেয়ে বিষয়টি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছেন।


     এই বিভাগের আরো খবর