,

নবীগঞ্জে ঈদকে লক্ষ্য করে হাট বাজারে হাতি দিয়ে চাঁদাবাজী

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাট বাজারে ঈদকে লক্ষ্য করে কয়েক জন দুস্কৃতকারীর ছত্র ছায়ায় হাতি দিয়ে বিভিন্ন বাজারে দোকানের সামনে এসে দোকানে দোকানে দরজা আগলে রেখে চাঁদা দাবী করে। যদি কোন মহাজন চাঁদা দিতে অপরাগতা জানায় তখন হাতির মাহুত হাতিকে দিয়ে চিৎকার আর থান্ডব শুরু করে দেয়। আতংকিত হয়ে দোকান মালিকরা টাকা দিতে বাধ্য হন। আবার কেউ যদি ৫০ টাকার কম দেন তাহলে হাতি তার মাহুতের আদেশে টাকা গ্রহন করেনা। নবীগঞ্জ উপজেলার ১নং বড় বাকৈর পশ্চিম ইউপির জগন্নাথ পুর বাজারে, ২নং পূর্ব বড় বাকৈর ইউপির হরিনগর বাজার, কাজীগঞ্জ বাজার, ৩নং ইনাতগঞ্জ ইউপির ইনাতগঞ্জ বাজার, বান্দের বাজারসহ কয়েকটি বাজারে থান্ডব চালায়। আবার রাস্তার মধ্যে গাড়ী আটকিয়ে চাদাঁ আদায় করে এই নিয়ে গাড়ী চালক, যাত্রীদের সাথে বাক-বিতন্ডা হয়। বিভিন্ন এলাকার লোকজনের অভিযোগ হাতির মালিক কার ছত্র ছায়ায় এত বড় থান্ডব সৃষ্টি করে কারো বোধগম্য হচ্ছে না। এ ব্যাপারে প্রশাসনের নজর দারী জরুরী মনে করেন সচেতন মহল।


     এই বিভাগের আরো খবর