,

হবিগঞ্জের বিভিন্ন ব্যান্ডের শপিং মলে গলাকাটা আদায়ের অভিযোগ

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যান্ডের শপিং মলে গলাকাটা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া কোম্পানির মূল্য ছাড়া তাদের নিজস্ব মূল্য নির্ধারন করার কারণে ক্রেতাদের সাথে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। শুধু তাই নয়, এ সব শো-রুমের কর্মচারীদের হাতে ক্রেতারা নাজেহালের মতো ঘটনা ঘটছে। ক্রেতাদের অভিযোগ হবিগঞ্জ শহরের কালীবাড়ি রোড, বাণিজ্যিক এলাকা, ঘাটিয়া বাজার ও ডাকঘর এলাকাসহ বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ব্র্যান্ডের দোকান রয়েছে। ঈদকে সামনে রেখে এসব শপিং মলে ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। আর এ সুযোগে তাদের নিজস্ব মূল্য তালিকা লাগিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছে ব্যবসায়ীরা। গত বুধবার হবিগঞ্জ সদরের আধুনিক হাসপাতালের বø্যাড ব্যাংকের টেকনোলজি ইমতিয়াজ আহমেদ তুহিন স্ব পরিবারে শহরের কালীবাড়ি রোড এলাকায় লন্ডন টাওয়ারের ইজি ফ্যাশনে কেনাকাটা করতে যান। তিনি প্রায়া সাড়ে ৮ হাজার টাকার পোশাক কিনেন। কিন্তু তার ছেলের ১৯শ ৯০ টাকা একটি শার্ট পরিবর্তন করে আনতে গেলে অন্য একটি শার্ট দিয়ে মূল্য রাখা হয় ১৫শ টাকা। কিন্তু বাকী টাকা তারা দিতে অনীহা প্রকাশ করে। এরপর তুহিন পাওনা টাকার একটি মেমো চাইলে ইহাতেও তারা রাজি হয়নি। এক পর্যায়ে তুহিনের সাথে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, এরকম আরও কাস্টমারদের সাথে আচরণ চোখে পাড়ার মতো। অনেকেই চু লজ্জায় তা প্রকাশ করেন না। আবাও কেউ কেউ নাজেহাল হয়েও প্রতিবাদ করেন না। ক্রেতারা অনেক সময় তাদের কাছে কেম্পানির মূল্য তালিকা মেমো দেখতে চাইলে তারা দেখায় নি। এর কারণ হলো এসব দোকানের কর্মচারীরা ইচ্ছামাফিক মূল্য তালিাকা লাগিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা দেদার্সে আদায় করছে। এসব দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করার দাবি জানান ক্রেতারা।


     এই বিভাগের আরো খবর