,

বাহুবলে ব্রীজের গোড়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

সংবাদদাতা ॥ বাহুবলের সুন্দ্রাটিকি স্লুইচ গেটের গোড়ায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ব্রীজ এবং সুইচ গেট যে কোন সময় ধেবে গিয়ে ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় একটি লাঠিয়াল প্রভাবশালী চক্র বেআইনীভাবে এমন গর্হিত কাজটি করছে। এদিকে বালু মহালের লীজকৃত বালু মহালের বাইরে অন্য সীমানা মৌজায়ও দেদারছে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছে। এতে কৃষি জমির চরম ক্ষতি সাধন হয়ে ক্রমান্বয়ে কৃষি উৎপাদন সীমিত হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এছাড়া ডুবাঐ বাজারের পাশেই প্রায় ১ কি: মি: দূর থেকে পাইপের মাধ্যমে মহাসড়কের পাশে জমিতে জমা করা হচ্ছে যা বিধি বহির্ভূত। এলাকাবাসীর দাবী দ্রুত ওই বালু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যতায় পরিবেশ বিপর্যয় সহ কোটি টাকার রাজস্ব হারাতে বসেছে সরকার।


     এই বিভাগের আরো খবর