,

হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজী শুরু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জে বিদ্যুতের ভেলকিবাজী শুরু হয়েছে। এছাড়া ভোল্টেজ লো থাকায় অফিস, আদালত ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ব্যাঘাত ঘটছে। শুধু তাই নয়, ভেলকিবাজী ও লো ভোল্ডেজের কারণে কম্পিউটার, এসি, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান ও ফটোস্ট্যাট মেশিনসহ বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী বিকল হচ্ছে। এছাড়া লো ভোল্ডেজের কারণে দুই দিন ধরে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা এক্সরে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা করাতে সম্ভব হচ্ছে না। এ কারণে দুই জন রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। বিভিন্ন অফিস আদালতের কর্মচারী ও সাধারণ মানুষরা জানান, গত মঙ্গলবার সকাল থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ শহরের অধিকাংশ এলাকাই বিদ্যুৎ আসে আর যায়। এছাড়া ভোল্ডেজ ছিল একেবারে লো। বার বার বিদ্যুৎ কর্তৃপক্ষকে বলার পরও তারা কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। তারা একই বাণী শুনান শাহজীবাজারে বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে। কাজ চলছে সমাধান হয়ে যাবে। এদিকে পুলিশ ও বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগণ জানান, বিদ্যুৎ বিভ্রান্তি ও লো ভোল্ডেজের কারণে তারা বিভিন্ন সরকারী কাজ করতে পারছেন না। তাদেরকে নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শাহজীবাজার থেকে বিদ্যুতের মেইন লাইনে সমস্যা দেখা দিয়েছে। কাজ করা হচ্ছে। সমাধান হয়ে যাবে।


     এই বিভাগের আরো খবর