,

মাধবপুরের ১১৯ মন্ডপে শারদীয় দুর্গোৎসব

সংবাদদাতা ॥ মাধবপুরে ১১৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উৎসবমুখর পরিবেশে পালন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে থানা পুলিশের আয়োজনে হল রুমে অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পুলিশ পরির্দশক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ, ট্রাফিক জোনের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান আপন মিয়া, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারণ সম্পাদক লিটন রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি প্রমোদ মালাকার, সাধারণ সম্পাদক দুলাল মোদক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল, আইয়ুব খান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য নারায়ণ কর্মকার, পরিমল দেব, দিলিপ দেব প্রমুখ। মতবিনিময় সভায় মাধবপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর