,

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়াল নির্মাণ

স্টাফ রিপোর্টার ॥ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিনের দেয়াল নির্মাণ কাজ করছে কর্তৃপক্ষ। সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০১৯ইং নবীগঞ্জ শহরের আক্রমপুর এলাকার মৃত- আব্দুল বারি চৌধুরীর ছেলে এনাম আহমেদ চৌধুরী গং নবীগঞ্জ সহকারী জজ আদালত হবিগঞ্জ এ ৬৫নং স্বত্ব মামলা দায়ের করেন এরই প্রেক্ষিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা (দেওয়ানী কার্য্যবিধি আইনের ৩৯ অর্ডার, ১ রুল) মোতাবেক বিবাদী থানা স্বাস্থ্য কর্মকর্তা নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও আবাসিক মেডিকেল অফিসার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জকে নিষেধাজ্ঞা প্রদান করেন। ওই নিষেধাজ্ঞা অমান্য করায় বাদী এনাম আহমেদ চৌধুরী গং গত ১৪ অক্টোবর ২০১৯ইং সংবাদ জানিবার দরখাস্ত করলে আদালত স্থিতাবস্থার আদেশ পুর্নবহাল হইয়াছে বলে জানান। আদালতের স্থিতাবস্থা অমান্য করে গতকাল বুধবার (এ সংবাদ লেখা পর্যন্ত সময় বিকাল ৫.০০ ঘটিকা) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিনের দেয়াল নির্মাণ করায় পার্শ্ববর্তী প্রায় ১৪/১৫টি পরিবারের চলাচল বন্ধ রয়েছে এবং ভিটেবাড়ি ও কয়েকটি ফার্ম্মেসী ব্যবসায়ীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই মানবিকদিক বিবেচনা করে দক্ষিনের দেয়াল নির্মাণ না করার জন্য আহবান জানান বাদী এনাম আহমেদ চৌধুরী গং। এ প্রতিনিধিকে বাদী এনাম আহমেদ চৌধুরী গং জানান সংবাদের কপিটি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অফিস সহকারীর নিকট নিয়ে গেলে তিনি রিসিভ করে রাখতে অসম্মতি প্রকাশ করেন পরে বিবাদী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদকে জানালে তিনিও অসম্মতি প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর