,

শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কিনতে জনসাধারণের বিড়ম্বনা চরমে

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকেট কিনতে গিয়ে চরম বিড়ম্বনার পড়তে হচ্ছে জনসাধারণদের। নিয়ম অনুযায়ী টিকেট যাত্রীদের কাছে বিক্রি না করে তা কালোবাজারীদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ দিয়েছেন সাধারণ যাত্রীরা। শায়েস্তাগঞ্জ বসে সিলেট-ঢাকার টিকেট নিয়ে রাজধানীতে গেছেন এমন তথ্যও দিয়েছেন অনেকেই। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন এলাকার দোকানদার সাইমন চৌধুরী বলেন, “শায়েস্তাগঞ্জে যেদিন টিকেট ছাড়ে এক সপ্তাহ আগে টিকেট দেয়ার জন্য অনুমতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু এর ২৪ ঘন্টার মধ্যে ষ্টেশনে গিয়ে ঢাকার দুটো টিকেটের কথা বললে তারা নানান টালবাহানা করেন’’। ট্রেনের টিকেট নিয়ে শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় চলছে বিরাট টিকেট বানিজ্য। আর এ কালোবাজারের বাণিজ্যে ষ্টেশন মাষ্টারের সহযোগীতায় প্রত্যোক্ষ নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় কিছু নামধারী কথিত নেতারা। সঙ্গবদ্ধ এই চক্রের সদস্যরা ষ্টেশন মাষ্টারকে ম্যানেজ করে দেদারছে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। টিকেট কাউন্টারে সরাসরি যাত্রীরা গেলে শুনতে হয় নানান কথা। আবার মুল দামের চেয়ে ৫০/১০০ টাকা বেশী দিলে আড়ালে বিক্রি করা হয় টিকেট। ইতিমধ্যে একাধিকবার ভ্রাম্যমান আদালতের কাছে কালোবজারে টিকেট বিক্রি করার অভিযোগে অনেককে সাজা দিলেও থামছে না এ ব্যবসা। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার জানান, ইতিমধ্যে কয়েকজনকে নজরে রাখা হয়েছে। ব্লাকে টিকেট বিক্রি করার কোন সুনির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে-সঙ্গে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর