,

এমপি মিলাদ গাজীর প্রচেষ্টায় বাহুবল গার্লস স্কুল সড়কের করাঙ্গী ব্রীজের নির্মাণ কাজ শীঘ্রই শুরু

সৈয়দ আব্দুল মান্নান ॥ বাহুবল উপজেলা সদরের পূর্বাঞ্চলের প্রায় ২০টি গ্রামের মানুষ উপজেলা সদরে যাতায়াতের রাস্তায় গার্লস স্কুল সড়কের করাঙ্গী নদীতে ব্রীজ নির্মানের যুগ যুগ ধরে দাবী জানাচ্ছিল। সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজী ৯৬ সালে এমপি নির্বাচিত হবার পর ব্রীজ নির্মানের স্বপ্ন পূরনের জন্য ডিও সহ আন্তরিক চেষ্টা করেন। ফান্ডের অভাবে ব্রীজটি নির্মান হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সুযোগ্য পুত্র গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এ আসন থেকে এমপি নির্বাচিত হবার পর বাবার স্বপ্ন বাস্তবায়নে এ ব্রীজ টি নির্মাণের চেষ্টা অব্যাহত রাখেন। তাঁরই প্রচেষ্টায় গত ২২ জানুয়ারী হবিগঞ্জ এলজিইডি বিভাগ ব্রীজটির টেন্ডার আহবান করেছে। অভিজ্ঞ মহল মনে করেন ব্রীজ টি নির্মানে বাবা মরহুম ফরিদ গাজীর স্বপ্ন তাঁর পুত্র মিলাদ গাজীর হাতে পূরণ হয়েছে। এ দিকে হবিগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির জানান এমপি মহোদয়ের প্রচেষ্টায় বিশ্বব্যাংকের অর্থায়নে বাহুবল বাজারের পাশে করাঙ্গী নদীতে আরেকটি ব্রীজ নির্মাণের প্রক্রিয়া চলমান আছে। ২/৩ মাসের মধ্যে টেন্ডার হবে।


     এই বিভাগের আরো খবর