,

হবিগঞ্জে শুরু হল জরায়ু মুখ ক্যানসার সচেতনতা মাস

স্টাফ রির্পোটার ॥ এ যাত্রা করো একার নয় এই প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে শুরু হল জরায়ু মুখ ক্যানসার সচেতনতা মাস ২০২০। এ উপলক্ষে শেখ হাসিনা মেডিকেল কলেজ ইউনিট মেডিসিন ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সরকারী মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। সেমিনারে জরায়ু মুখের ক্যানসার হলে করণীয় ও সচেতনতা নিয়ে আলোকপাত করেন মেডিসিন কাবের কেন্দ্রীয় পরিষদ উপদেষ্টা ডাক্তার উম্মে হুমায়রা কানেতা। তিনি বলেন, জরায়ু মুখের ক্যানসার নারীদের একটি অন্যতম ভয়াবহ সম্যসা এবং প্রাণঘাতী রোগ। প্রতিবছর বাংলাদেশে প্রায় ১২ হাজার নারী এ রোগে আক্রান্ত হন এবং প্রায় ৬ হাজার এ রোগের কারণে মারা যান। বাল্য বিাবহ, নি¤œ আর্থ-সামাজিক অবস্থা, অপরিচ্ছন্ন বাসস্থান ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাবসহ নানাবিধ কারণে এই রোগের বিস্তার ঘটে। সচেতনতা ও প্রতিষেধক গ্রহণের মাধ্যমে এই প্রাণঘাতী রোগটিকে প্রতিরোধ করা সম্ভব। সেমিনারে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজমুল হক, শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জ ইউনিট মেডিসিন কাবের সভাপতি মোশাহিদ চৌধুরী। ক্লাবের সহ-সভাপতি মারিয়াম বিন্তে খালেক, তোহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক দেবশ্রী তালুকার, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, অর্থ সম্পাদক রাবেয়া সুলতানাসহ ৪০ জন সদস্য এবং কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন


     এই বিভাগের আরো খবর