,

৩৩ হাজার গার্মেন্ট শ্রমিক চাকরি হারিয়েছেন: বাণিজ্যমন্ত্রী

সময় ডেস্ক ॥ দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আওতাধীন ৬৩টি কারখানা গত বছর বন্ধ হয়ে গেছে। এ সময়ে ৩২ হাজার ৫৮২ শ্রমিক চাকরি হারিয়েছেন। গতকাল বুধবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) আওতাধীন কোনো কারখানা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়নি। তিনি বলেন, ২০১৯ সালে বিকেএমইএর আওতাধীন দুই হাজার ২০০ কারখানার মধ্যে ৯২০টি কারখানা সদস্যপদ নবায়ন করেছে। বাকিগুলো সক্রিয় নেই বলে ধারণা করা হচ্ছে। রপ্তানি আদেশ পেলে কারখানাগুলো পুনরায় সক্রিয় হতে পারে বলে বিকেএমইএর তরফে জানা গেছে। পেঁয়াজ নিয়ে লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি মৌসুম শুরু হলে সরবরাহ বাড়বে এবং মূল্য স্থিতিশীল হবে।


     এই বিভাগের আরো খবর