,

হবিগঞ্জে ভুবন চিল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে একটি ভুবন চিল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের বানিজ্যিক এলাকায় বিশিষ্ট ক্রীড়ানুরাগী নাজমুল মুস্তাফার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আহত অবস্থায় একটি ভুবন চিল পাওয়া যায়। ব্যবসায়ী নাজমুল মুস্তাফা পাখিটিকে নিরাপদে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেলকে অবগত করেন। খবর পেয়ে বনবিভাগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল থেকে চিলটি উদ্ধার করেন। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, হিসাব রক্ষক রূপক দেবনাথ, অফিস সহকারী তাপস ভর ও টিপলু দেব। পরিবেশ আন্দোলনের নেতা তোফাজ্জল সোহেল জানান, পাখিটি অপেক্ষাকৃত কম বয়সের। ডানা দিয়ে রক্ত ঝরছিল। পাখি শিকারি কিংবা অন্য কোন পাখির মাধ্যমে এটি আক্রমণের শিকার হতে পারে।


     এই বিভাগের আরো খবর