,

নবীগঞ্জে সাংবাদিক আজাদের অষ্টম মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার প্রবীণ সাংবাদিক ও তৎকালিক বাংলাবাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আব্দুল হাই আজাদের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা সাংবাদিক আজাদের নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। আব্দুল হাই আজাদ দৈনিক বাংলা বাজার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। একাধারে তিনি শিক্ষক, কবি ও লন্ডন প্রবাসী সমাজসেবক এবং সাংবাদিক ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি মুহিবুর রহমান চৌধুরী, আরজু মিয়া, ফখরুজ্জামান চৌধুরী, আব্দুল হাই আজাদের চাচাতো ভাই বিশিষ্ট শালিস বিচারক সাদিক মিয়া, কদ্দুছ মিয়া, ফুফাতো ভাই সিদ্দিক উল্ল্যাহ, সাবেক ইউপি সদস্য জাহির আলী, নবীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, প্রয়াত সাংবাদিক আব্দুল হাই আজাদের ভাগিনা ও নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, প্রয়াত সাংবাদিক আব্দুল হাই আজাদের ভাতিজা কালাম আহমেদ, সফি আহমেদ, আলমগীর মিয়াসহ আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীয়ান উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিলে রূহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন কায়স্থগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুন নুর। সাংবাদিক আব্দুল হাই আজাদ ২০১২ সালের ২০ মার্চ যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।


     এই বিভাগের আরো খবর