,

হবিগঞ্জে পেঁয়াজের মূল্য অতিরিক্ত রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত ডিসি (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুসি কান্ত হাজং। অতিরিক্ত ডিসি অমিতাভ পরাগ তালুকদার জানান, করোনার দোহাই দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই পেঁয়াজসহ নিত্যপণ্য জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ বাজারে পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র মজুদ রয়েছে। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে চৌধুরী বাজারের রকি স্টোরের মালিককে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫০ হাজার টাকার জরিমানা করা হয়। তিনি আরো জানান, দ্রব্যে কোনো ব্যবসায়ী অতিরিক্ত দাম নিলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর