,

ভারতের ৮০ শহর লকডাউন ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ

সময় ডেস্ক ॥ কোথাও কেউ নেই। সুনসান নীরবতা। দোকানপাট বন্ধ। রাস্তা ফাঁকা। যতদূর চোখ যায় চারদিকে খাঁ-খাঁ। চেনা ব্যস্ততার ছবি উধাও হয়ে স্তব্ধ হয়ে গেছে ভারত। এ যেন এক ভুতুড়ে জনপদ। ১৩০ কোটি মানুষের দেশে মানুষের যেন দেখা নেই। সবাই ঘরবন্দি। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে পুরো দেশ এভাবেই গতরোববার জনতার কারফিউ পালন করে। এদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বস্তরের মানুষ স্বেচ্ছায় ঘর থেকে বের হননি। মানুষের স্বতঃস্ফূর্ত এ কোয়ারেন্টাইনকে ‘জনতার কারফিউ’ বলা হচ্ছে। এদিকে করোনাভাইরাস প্রতিরোধে ৩১ মার্চ পর্যন্ত পণ্যবাহী বাদে ভারতে সব ধরনের যাত্রীবাহী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জনতার কারফিউ পালন শেষ হতে না হতেই দিল্লি, মুম্বাই, কলকাতা, ২৪ পরগনা, চেন্নাই, বেঙ্গালুরুসহ লকডাউন করে দেওয়া হয়েছে ৮০ শহর। পুরো ভারতে এক হাজারের বেশি ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর এএফপি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি রোববার জনতার কারফিউর ডাক দিলেও কোনো কোনো রাজ্য জনতার কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে। তার মধ্যে তামিলনাড় অন্যতম। রাজ্যটি আজ স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত জনতার কারফিউ পালন করবে। স্বেচ্ছায় ঘরবন্দি থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলতে বলেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় খাবার ও জরুরি ওষুধ কেনা বাদে কাউকে ঘরের বাইরে না আসতে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানের পরও যারা রোববার রাস্তায় বেরিয়েছেন, তাদের গোলাপ ফুল দিয়ে ঘরে ফেরার অনুরোধ করেছে দিল্লি পুলিশ। এদিকে জনতার কারফিউ অমান্য করে গত রবিবার দিল্লির শাহিনবাগে সিএএবিরোধী প্রতিবাদ চলার সময় বিক্ষোভকারীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষ হলেও কেউ হতাহত হয়নি। বাংলাদেশ সময় গত রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে রোববার আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা মুম্বাই ও বিহারের নাগরিক। গত রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভারতজুড়ে স্বেচ্ছায় ঘরবন্দি থাকা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদির আহ্বানে সাড়া দিয়ে রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় কারফিউ চলাকালে নিজেদের দরজা, জানালা ও বারান্দায় দাঁড়িয়ে ভারতের কোটি কোটি মানুষ পাঁচ মিনিট করতালি, থালা, ঘণ্টা বাজিয়ে চিকিৎসাসেবায় নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩১ মার্চ পর্যন্ত কার্যত অচল করে দেওয়া হয়েছে দেশটির পরিবহন ব্যবস্থা। করোনা মহামারি ছড়িয়ে পড়া রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রেন, বাস ও মেট্রো সার্ভিস। গত রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় ভারতজুড়ে স্বেচ্ছায় ঘরবন্দি থাকা। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার নরেন্দ্র মোদি বলেন, জনতার এই কারফিউ চলার সময় কেউ ঘরের বাইরে যাবেন না। প্রতিবেশীর বাড়িতে যাবেন না। শুধু জরুরি পরিষেবা কাজে নিয়োজিত ব্যক্তিরাই বের হবেন। এই কারফিউ পালনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সক্ষমতা যাচাই হয়ে যাবে বলে মনে করছেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে এ দিন স্থানীয় সময় বিকেল ৫টায় কারফিউ চলাকালে নিজেদের দরজা, জানালা ও বারান্দায় দাঁড়িয়ে ভারতের কোটি কোটি মানুষ ৫ মিনিট করতালি, থালা, ঘণ্টা বাজিয়ে চিকিৎসাসেবায় নিয়োজিতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলকাতা প্রতিনিধি জানান, স্বতঃস্ফূর্তভাবে জনতার কারফিউ পালন করেছে পশ্চিমবঙ্গের মানুষ। রবিবার থেকে ২৮ মার্চ মধ্যরাত পর্যন্ত এ রাজ্যের সব শহরে চলাচলে কড়াকাড়ি থাকবে। রাজ্য সরকারের পক্ষ থেকে ২৩টি জেলা সদরে অপ্রয়োজনীয় চলাচল না করতে বলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর