,

মেসির বদলে রোনালদোকেই বেছে নেবেন বিরাট কোহলি

সময় ডেস্ক : গত এক দশক ধরে মেসি-রোনালদো নিয়ে বিভক্ত সারাবিশ্ব। শুধু ফুটবল অঙ্গনেই নয়, ক্রিকেটাঙ্গনেও মেসি-রোনালদোকে নিয়ে বিভক্তি আছে। যেমন ভারতীয় অধিনায়ক কোহলি ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। মেসি-আর রোনালদোর মাঝে একজনকে বেছে নিতে বলা হলে তিনি রোনালদোকেই বেছে নেবেন। বৃহস্পতিবার রাতে সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেনের সঙ্গে ইনস্টাগ্রাম ভিডিও চ্যাটিংয়ে এসব কথা বলেন ভারত অধিনায়ক।

সেই চ্যাটিংয়ে যখন পিটারসেন ফেভারিট ব্যাটিং পার্টনারের নাম জানতে চাইলেন তখন কোহলি নির্ধিদ্বায় জানিয়ে দেন ধোনি, এবি ডিভিলিয়ার্সের নাম। কোহলি বলেন, ‘যারা আমার কল বোঝে এবং দারুণ দৌঁড়াতে পারে তাদের সঙ্গে ব্যাটিং করতে ভালো লাগে। যে দুজনের সঙ্গে ব্যাটিং করা উপভোগ করি তারা হলেন ধোনি এবং ডি ভিলিয়ার্স। এবির সঙ্গে পার্টনারশিপ এমনিতেই ছুটতে থাকে। এমনকি আমরা ক্রিজে ক্রিকেট নিয়ে আলোচনাও করি না।’

২০১১ সালের একটি বিশেষ মুহূর্ত নিয়েও আলোচনা করেন দুই তারকা। নিজের ০ ডেলিভারিতে কোহলি পিটারসেনকে আউট করে দিয়েছিলেন। ওয়াইড বলে পিটারসেন স্ট্যাম্পড আউট হয়ে গিয়েছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলিই প্রথম বোলার যার ০ ডেলিভারিতে কেউ আউট হন। সেই ঘটনার কথা বর্ণনা করে কোহলি বলেন, ‘আমিই প্রথম টি-টোয়েন্টি বোলার যে ক্যারিয়ারের প্রথমেই কোনো বৈধ বল না করেও আউট করেছিলাম। এটা জিরো বল ছিল এবং একটা উইকেট। তুমি এতটাই অপ্রস্তুত হয়ে গিয়েছিলে যে আমার দিকে তাকাও নি।’


     এই বিভাগের আরো খবর