,

প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

সময় ডেসাক : বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও দুইজনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৯ জন। এ নিয়ে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে আটজনের আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ জন।

আজ ৪ এপ্রিল (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দেশে নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের সর্বশেষ এই পরিস্থিতি তুলে ধরা হয়।

দেশে গত ৮ মার্চ প্রথমবারের মত নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এক দিনে নতুন রোগীর এটাই সর্বোচ্চ সংখ্যা। আক্রান্তদের মধ্যে আরও চারজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।


     এই বিভাগের আরো খবর